
দীঘা, ১৮ ডিসেম্বর ( হি. স.) : বর্ষবরণকে সামনে রেখে নতুন সাজে সেজে উঠছে সৈকত সুন্দরী দীঘা। টানা উইকএন্ডের ছুটিতে পর্যটকদের ঢল নামতে চলেছে সমুদ্র সৈকতে। সেই কারণে এখনই অগ্রিম হোটেল বুকিং করার পরামর্শ দিচ্ছেন হোটেল মালিকরা। ইতিমধ্যেই দীঘার বিভিন্ন হোটেলে প্রায় ৫০ শতাংশ বুকিং সম্পূর্ণ হয়ে গিয়েছে। হোটেলিয়ারদের আশা, ২৫ ডিসেম্বরের আগেই বাকি খালি ঘরগুলির বুকিংও শেষ হয়ে যাবে।নিউ দীঘায় পর্যটক টানতে একাধিক হোটেল বিশেষ প্যাকেজের ব্যবস্থা করেছে। দম্পতি বা সপরিবারে জন্য থাকা-খাওয়া মিলিয়ে নির্দিষ্ট মূল্যের এই প্যাকেজগুলি মাথাপিছু ভাড়ার তুলনায় তুলনামূলক কম বলে জানিয়েছেন হোটেল মালিকরা। তাঁদের দাবি, গত বছরের তুলনায় এবছর বর্ষশেষে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। এর অন্যতম কারণ হিসেবে নতুন সংযোজন জগন্নাথ মন্দিরের কথা উল্লেখ করেছেন তাঁরা।হোটেল মালিকদের তরফে পর্যটকদের স্পষ্ট আবেদন—দিনের দিন এসে হোটেল খোঁজার ঝুঁকি না নিয়ে আগেভাগেই বুকিং সেরে ফেলুন। নচেৎ পছন্দের সাধ্যের মধ্যে হোটেল না পেলে অতিরিক্ত টাকা গুনতে হতে পারে।হোটেলের ভাড়া নিয়ে কালোবাজারি রুখতে জেলা প্রশাসন ও হোটেলিয়ারস অ্যাসোসিয়েশন কড়া পদক্ষেপ নিয়েছে। নির্ধারিত ভাড়ার তালিকা সম্বলিত লিফলেট ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। হোটেলিয়ারস অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানিয়েছেন, নির্ধারিত ভাড়ার বেশি নিলে অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়