সমবায় কেলেঙ্কারি মামলায় নেপালের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী রবি লামিছানের জামিন মঞ্জুর
কাঠমান্ডু, ১৮ ডিসেম্বর (হি.স.) : ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট পার্টি (আরএসপি)-র সভাপতি রবি লামিছানেকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে বুটওয়াল হাইকোর্ট। তাকে বিদেশ ভ্রমণের অনুমতিও দেওয়া হবে, তবে আদালতের পূর্বানুমতি প্রয়োজন হবে। আদালতের তথ্য কর
কবি লামিছান


কাঠমান্ডু, ১৮ ডিসেম্বর (হি.স.) : ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট পার্টি (আরএসপি)-র সভাপতি রবি লামিছানেকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে বুটওয়াল হাইকোর্ট। তাকে বিদেশ ভ্রমণের অনুমতিও দেওয়া হবে, তবে আদালতের পূর্বানুমতি প্রয়োজন হবে।

আদালতের তথ্য কর্মকর্তা রাম বাহাদুর কুনওয়ারের মতে, আদালত ২ কোটি ৬০ লক্ষ নেপালি টাকা জামিনের পরিমাণ জমা দিয়ে লামিছানেকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে। আদেশে রবির মুক্তির জন্য পাঁচটি শর্ত দেওয়া হয়েছে : পূর্ব-পরিকল্পিত জামিন গ্রহণ করা, জামিনের বিরুদ্ধে প্রদত্ত ব্যাংক গ্যারান্টি রক্ষা করা এবং বিদেশ ভ্রমণের প্রয়োজন হলে আদালতকে পূর্ব নোটিশ প্রদান করা। তদুপরি, আদালত শর্ত দিয়েছে যে ভবিষ্যতে আদালতের সিদ্ধান্ত দ্বারা নির্ধারিত যেকোনো অতিরিক্ত বাধ্যবাধকতা তিনি পরিশোধ করতে সম্মত।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande