নেপালে পর্বতারোহীদের জন্য ঘোষিত পঞ্চবার্ষিকী পরিকল্পনা
কাঠমান্ডু, ১৭ ডিসেম্বর (হি.স.) : হিমালয় ও সংলগ্ন অঞ্চলের পরিবেশ রক্ষায় নেপাল সরকার নতুন করে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। দেশটির সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রক পর্বতারোহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে পর্বতের ধারণক্ষমতার ভিত্তিতে
নেপালে হিমালয় পরিচ্ছন্নতা অভিযান শুরু, পর্বতারোহীদের জন্য ঘোষিত পাঁচ বছরের পরিকল্পনা


কাঠমান্ডু, ১৭ ডিসেম্বর (হি.স.) : হিমালয় ও সংলগ্ন অঞ্চলের পরিবেশ রক্ষায় নেপাল সরকার নতুন করে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। দেশটির সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রক পর্বতারোহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে পর্বতের ধারণক্ষমতার ভিত্তিতে পর্বতারোহীদের সংখ্যা ও আরোহণের সময় নির্ধারণ করে একটি পাঁচ বছরের পরিকল্পনা ঘোষণা করেছে।

এই পরিকল্পনার আওতায় আর যেকোনও সময় পর্বতারোহনের অনুমতি দেওয়া হবে না। বর্তমানে সর্বোচ্চ শিখর সাগরমাথা সহ বিভিন্ন পর্বতে অতিরিক্ত অনুমতির ফলে ব্যবস্থাপনার নানা সমস্যা দেখা দিচ্ছে। এই ঝুঁকি কমাতে ২০২৫-২০৩০ সময়কালের জন্য ঘোষিত পরিকল্পনায় মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব এবং আবর্জনা অপসারণে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

মন্ত্রকের মতে, পর্বতারোহীদের ফেলা বর্জ্যর সঠিক ব্যবস্থাপনা না হলে হিমালয় অঞ্চলের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই কারণেই পাঁচ বছরের পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। পর্বতারোহীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় পরিবেশ, জীববৈচিত্র্য, দূষণ ও বর্জ্যর সমস্যাও বেড়ে চলেছে। মন্ত্রক আরও জানিয়েছে, পর্বতারোহনের প্রাথমিক পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনায় পর্যাপ্ত গুরুত্ব না দেওয়ায় হিমালয়ে বছরের পর বছর ধরে বিপুল পরিমাণ বর্জ্য জমে রয়েছে। তীব্র ঠান্ডার কারণে সেই আবর্জনা সহজে নষ্ট হয় না, ফলে এখনও অনেক ক্ষেত্রেই পর্বতারোহীদের আবর্জনার উপর দিয়েই পা রেখে আরোহণ করতে হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande