
ঢাকা, ১৯ ডিসেম্বর (হি.স.): ওসমান হাদি-র মৃত্যুতে অগ্নিগর্ভ বাংলাদেশ। সিঙ্গাপুরের হাসপাতালে তাঁর মৃত্যু হয়। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বাংলাদেশের ঢাকার শাহবাগ সহ একাধিক জায়গায় বিক্ষোভ, অবস্থান কর্মসূচি শুরু হয়। বিক্ষিপ্ত জনতা ভাঙচুর শুরু করে। প্রথম আলো, ডেইলি স্টারের মতো বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যমের দফতরে বৃহস্পতিবার রাতে আগুন লাগিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। ভিতরেই আটকে পড়েন সংবাদকর্মীরা। অভিযোগ, প্রতিবাদের মুখে নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল পুলিশ। শেষে দমকলকর্মীরা এসে আগুন নেভায় এবং ভিতরে আটকে থাকা কর্মীদের উদ্ধার করে।
শুধু সংবাদমাধ্যমের দফতরই নয়। রাজশাহীতে আওয়ামী লিগের অফিসে আগুন লাগিয়ে দেয় উন্মত্ত জনতা। বান্দারবনে আওয়ামী লিগের নেতা ও প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হামলা চলে। চট্টগ্রাম, রাজশাহীতেও অশান্তি, হামলার খবর সামনে এসেছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ