
কলকাতা, ১৮ ডিসেম্বর (হি.স.) : আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি পর্ব চলবে। ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সূচী ধরে ধরে চলছে তার প্রস্তুতি। বৃহস্পতিবার সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে গোটা বিষয় পর্যালোচনা করেন রাজ্যের নির্বাচনী আধিকারিকরা।
সূত্রের খবর, প্রতিটি বিধানসভার একাধিক জায়গায় শুনানি হবে। শুনানি পর্বে প্রামাণ্য নথি হিসাবে কমিশন ১৩টি নথির কথা আগেই উল্লেখ করেছে। প্রয়োজনে একাধিক নথি দেখাতে হতে পারে নো ম্যাপিং বা সন্দেহজনক তালিকার ভোটারকে।
কোনও ভোটার কমিশন নির্ধারিত দিনে শুনানির জন্য উপস্থিত না-থাকতে পারলে, সে ক্ষেত্রে কী হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কমিশন সূত্রে অবশ্য খবর, বিশ্বাসযোগ্য কারণ দেখাতে পারলে ভোটারকে শুনানির জন্য অতিরিক্ত সময় দেওয়া হবে। যে সমস্ত ভোটারের বয়স ৮৫ পেরিয়েছে, তাঁদের বাড়িতেই শুনানি করার জন্য নির্বাচন কমিশনকে প্রস্তাব পাঠিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত