'যোগ্য' চাকরিহারাদের সবেতন চাকরির মেয়াদ বেড়ে হল ৩১ আগস্ট
নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি. স. ) : স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট। ৩১ ডিসেম্বরের পরিবর্তে আগামী ৩১ অগস্ট পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই নির্দেশের ফলে, আগ
'যোগ্য' চাকরিহারাদের সবেতন চাকরির মেয়াদ বেড়ে হল ৩১ আগস্ট


নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি. স. ) : স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট। ৩১ ডিসেম্বরের পরিবর্তে আগামী ৩১ অগস্ট পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই নির্দেশের ফলে, আগামী ৩১ আগস্ট পর্যন্ত বেতন পাবেন ‘যোগ্য’ শিক্ষকেরা।

২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সেই মোতাবেক কাজ শুরু করে এসএসসি। ইতিমধ্যেই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শুরু হয়েছে নবম-দশমের নথি যাচাইয়ের কাজ। তারপর শুরু হবে ইন্টারভিউ। এদিকে একাদশ-দ্বাদশের মেধা তালিকা প্রকাশ হতে পারে জানুয়ারি মাসে।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, চাকরিহারা যোগ্য শিক্ষকদের কাজের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ৩১ ডিসেম্বর। জানুয়ারি থেকে তাঁরা স্কুলে না আসলে, সরকারি বিভিন্ন স্কুলে পঠনপাঠন প্রক্রিয়া কার্যত ভেঙে পড়বে। এই আশঙ্কা করে তাঁদের চাকরির মেয়াদ ও নিয়োগ শেষ করার জন্য আরও আটমাস সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে শিক্ষা দফতর।

সেই শুনানিতেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সেই আবেদন মেনে নিয়ে ৮ মাস সময়সীমা বাড়িয়েছে। পাশাপাশি চাকরিহারা যোগ্য শিক্ষকরা বেতন-সহ কাজ করতে পারবেন বলে জানিয়েছে আদালত।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande