গুচ্ছ কৰ্মসূচি নিয়ে ২৯ ডিসেম্বর অসম সফরে আসছেন অমিত শাহ, জানান মুখ্যমন্ত্রী
- উদ্বোধন করবেন ইন্টেলিজেন্ট সিটি সার্ভিল্যান্স সিস্টেম, নগাঁও জেলায় বটদ্ৰবা প্ৰকল্প সহ অন্যান্য সাংস্কৃতিক প্রকল্প, গুয়াহাটি পুলিশ কমিশনারের নবনিৰ্মিত দফতর প্ৰভৃতি গুয়াহাটি, ১৮ ডিসেম্বর (হি.স.) : আগামী ২৯ ডিসেম্বর গুচ্ছ কর্মসূচি নিয়ে অসম সফরে আসছ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা (ফাইল ফটো)


- উদ্বোধন করবেন ইন্টেলিজেন্ট সিটি সার্ভিল্যান্স সিস্টেম, নগাঁও জেলায় বটদ্ৰবা প্ৰকল্প সহ অন্যান্য সাংস্কৃতিক প্রকল্প, গুয়াহাটি পুলিশ কমিশনারের নবনিৰ্মিত দফতর প্ৰভৃতি

গুয়াহাটি, ১৮ ডিসেম্বর (হি.স.) : আগামী ২৯ ডিসেম্বর গুচ্ছ কর্মসূচি নিয়ে অসম সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একদিনের সফরে এসে তিনি উদ্বোধন করবেন ইন্টেলিজেন্ট সিটি সার্ভিল্যান্স সিস্টেম, নগাঁও জেলার বড়দুয়ায় বটদ্ৰবা প্ৰকল্প সহ অন্যান্য সাংস্কৃতিক প্রকল্প, গুয়াহাটি পুলিশ কমিশনারের নবনিৰ্মিত দফতর প্ৰভৃতি, জানান মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

মুখ্যমন্ত্রী ড. শর্মা জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মূল কর্মসূচির মধ্যে রয়েছে গুয়াহাটিতে ইন্টেলিজেন্ট সিটি সার্ভিল্যান্স সিস্টেম-এর উদ্বোধন। সিসিটিভি-ভিত্তিক এই নজরদারি ব্যবস্থা শহুরে নিরাপত্তা জোরদার করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করবে। এদিন অমিত শাহ গুয়াহাটি পুলিশ কমিশনারের নবনির্মিত দফতরও উদ্বোধন করবেন অমিত শাহ।

এছাড়া জ্যোতি-বিষ্ণু সাংস্কৃতিক কমপ্লেক্স-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাঁচ হাজার আসনবিশিষ্ট বিশাল এই অডিটোরিয়াম পূর্ব-ভারতের বৃহত্তম সাংস্কৃতিক মিলনকেন্দ্র, বলেন মুখ্যমন্ত্রী। ভবিষ্যতে এটি বড় আকারের সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মসূচির প্রধান কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা করছেন ড. শর্মা।

এদিন বিকালের দিকে অমিত শাহ নগাঁও জেলার বড়দুয়ায় যাবেন। সেখানে তিনি অসমে বৈষ্ণব ধর্মের প্রবর্তক মহাপুরুষ শ্ৰীমন্ত শংকরদেবের জন্মস্থান বটদ্ৰবা থানের ঐতিহ্যমণ্ডিত আকাশীগঙ্গার তীরে রাজ্য সরকার কৰ্তৃক নবনিৰ্মিত বটদ্ৰবা প্ৰকল্পের উদ্বোধন করবেন। এই প্ৰকল্পের লক্ষ্য অঞ্চলটিকে শিল্প, সংস্কৃতি ও আধ্যাত্মিক কার্যকলাপের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা, বলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০ ডিসেম্বর থেকে দুদিনের অসম সফরে আসবেন। তার পরই অমিত শাহের এই সফর। তিনি আরও বলেন, আগামী দিনে আরও একাধিক শীর্ষ জাতীয় নেতার অসম সফরের সম্ভাবনা রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande