নয়ডায় পথ দুর্ঘটনায় মৃত এক
নয়ডা, ১৮ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের নয়ডায় ঘটলো এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে সুরজপুর থানার অন্তর্গত এলাকায় । দুর্ঘটনায় মারা যান এক মন্দিরের পুরোহিত । মৃতের নাম কুলদীপ মিশ্র । বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই পুরোহিত
পথ দুর্ঘটনায়


নয়ডা, ১৮ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের নয়ডায় ঘটলো এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে সুরজপুর থানার অন্তর্গত এলাকায় । দুর্ঘটনায় মারা যান এক মন্দিরের পুরোহিত । মৃতের নাম কুলদীপ মিশ্র । বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই পুরোহিত সাইড ফোরে অবস্থিত একটি মন্দিরে গিয়েছিলেন পুজোর কাজে। বাইকে করে বাড়ি ফেরার পথে সেক্টরের ৫ নম্বর গেটের সামনে উল্টোদিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন তিনি। চিকিৎসার জন্য তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande