
মালদা, ১৮ ডিসেম্বর (হি.স.): বেপরোয়া টোটোর ধাক্কায় মৃত্যু হল মায়ের, গুরুতর জখম নাবালিকা মেয়ে। মালদার মানিকচকের মথুরাপুর গড়িপাড়া এলাকার ঘটনা। মৃতার নাম জবা মাহালদার (২৮), জখম নাবালিকার নাম ললিতা মাহালদার (১২)। বৃহস্পতিবার সকালে রাজ্য সড়কের ধারে একটি কালী মন্দির থেকে পুজো করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে। পিছন থেকে দ্রুতগতিতে এসে টোটো ধাক্কা মারে। টোটো ও সেটির চালককে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সংবাদ