শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার দাবিতে শিয়ালদহে মিছিল, দুর্নীতির বিরুদ্ধে সরব ছাত্র ও শিক্ষক সংগঠন
কলকাতা, ১৮ ডিসেম্বর ( হি. স.)- বাংলার শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করা এবং শিক্ষা ক্ষেত্রে চলমান দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার শিয়ালদহে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষা ও ছাত্র সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্
শিক্ষকরা চপ মুড়ি বিক্রি


কলকাতা, ১৮ ডিসেম্বর ( হি. স.)- বাংলার শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করা এবং শিক্ষা ক্ষেত্রে চলমান দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার শিয়ালদহে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষা ও ছাত্র সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়।মিছিলকারীদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, স্বচ্ছতার অভাব এবং দীর্ঘদিন ধরে চলা অব্যবস্থার কারণে শিক্ষিত যুবসমাজ চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে অবিলম্বে কার্যকর ও স্বচ্ছ পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে দাবি করেন আয়োজকেরা।এই মিছিল থেকে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল— EXPERIENCE-এর উপর নম্বরের ভিত্তিতে হওয়া নিয়োগ অবিলম্বে বাতিল করা, সম্পূর্ণ ও UP-TO-DATE মেধাতালিকা প্রকাশ করা এবং SLST-2 পরীক্ষার OMR শিট জনসমক্ষে প্রকাশের দাবি। মিছিলকারীদের বক্তব্য, এসব দাবি পূরণ না হলে প্রকৃত মেধার মূল্যায়ন সম্ভব নয়। শিয়ালদহ চত্বরে মিছিল চলাকালীন বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। অংশগ্রহণকারীরা জানান, শিক্ষা ক্ষেত্রে ন্যায় ও স্বচ্ছতা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই এই কর্মসূচি বলে জানান সংগঠনের প্রতিনিধিরা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande