গড়বেতায় আক্রান্ত বিজেপি ও আইএসএফ কর্মী
পশ্চিম মেদিনীপুর, ১৮ ডিসেম্বর (হি.স.): গড়বেতায় দু''টি পৃথক ঘটনায় আক্রান্ত হলেন বিজেপির একজন মণ্ডল সভাপতি ও আইএসএফের এক কর্মী। বুধবার রাতের ঘটনা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতি সত্যসাধন সাহার অভিযোগ, খড়কুশমা অঞ্চলের মালবান্দ
গড়বেতায় আক্রান্ত বিজেপি ও আইএসএফ কর্মী


পশ্চিম মেদিনীপুর, ১৮ ডিসেম্বর (হি.স.): গড়বেতায় দু'টি পৃথক ঘটনায় আক্রান্ত হলেন বিজেপির একজন মণ্ডল সভাপতি ও আইএসএফের এক কর্মী। বুধবার রাতের ঘটনা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতি সত্যসাধন সাহার অভিযোগ, খড়কুশমা অঞ্চলের মালবান্দিতে দলীয় কাজ সেরে ফেরার পথে কয়েকজন তৃণমূল কর্মী তাঁর উপর চড়াও হয়। আক্রান্ত আইএসএফ কর্মী রমজান খানের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রেও ঘটনা ঘটেছে খড়কুশমা অঞ্চলে। রমজান বলেন, রাতে আমার উপর হামলা হয়, তৃণমূল কর্মীরাই এই ঘটনা ঘটিয়েছে। হাসপাতালে চিকিৎসা করিয়েছি। অভিযোগ উড়িয়ে তৃণমূলের তরফে জানানো হয়েছে, তৃণমূলের কেউ কোথাও হামলা করেনি, মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande