
কলকাতা, ১৮ ডিসেম্বর (হি. স. ) : বিধানসভা নির্বাচনের আগে শেষ বাণিজ্য সম্মেলন হচ্ছে রাজ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের ধনধান্য প্রেক্ষাগৃহের এই বাণিজ্য সম্মেলনে দেখা গেল না সদ্য ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া অরূপ বিশ্বাসকে।
বৃহস্পতিবার দেশ-বিদেশের শিল্পপতি, বণিকমহলের প্রতিনিধিরা হাজির হন এক দিনের এই বাণিজ্য সম্মেলনে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব মনোজ পন্থ, শিল্পমন্ত্রী শশী পাঁজা, শিল্প দফতরের সচিব বন্দনা যাদব-সহ ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অমিত মিত্র, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
শিল্পমহলের প্রতিনিধিত্ব করেন হর্ষ নেওটিয়া, সঞ্জয় বুধিয়া, রুদ্র চট্টোপাধ্যায়, অশোক ধানুকা, উজ্বল চট্টোপাধ্যায়, সঞ্জীব গোয়েঙ্কা, সত্যম রায়চৌধুরী, প্রসূন চট্টোপাধ্যায়, মায়াঙ্ক জালান প্রমুখ। তবে এই গুরুত্বপূর্ণ মঞ্চে অনুপস্থিত ছিলেন বিদ্যুৎ ও আবাসনমন্ত্রী অরূপ বিশ্বাস।
এই বিজনেস কনক্লেভ কলকাতায় অনুষ্ঠিত প্রথম বাণিজ্য সম্মেলন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের বদলে এ বছরে প্রথম এই ধরনের সম্মেলন অনুষ্ঠিত করছে রাজ্য।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত