
কলকাতা, ১৮ ডিসেম্বর (হি. স. )। “বর্তমানে বাংলায় আইটিসি-র সাতটি হোটেল রয়েছে। পাশাপাশি, আরও পাঁচটি নতুন হোটেল প্রকল্প পরিকল্পনা রয়েছে।” বৃহস্পতিবার কলকাতার বিজনেস কনক্লেভে আইটিসি-র চেয়ারম্যান সঞ্জীব পুরী বাংলার সাম্প্রতিক পরিবর্তন ও বিনিয়োগ পরিবেশ প্রসঙ্গে এ কথা জানান।
তিনি বলেন, এর মধ্যে দার্জিলিং, শিলিগুড়ি এবং সুন্দরবনে তিনটি হোটেল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তাঁর কথায়, গত দশ বছরে আইটিসি বাংলায় বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। বিশেষ করে কৃষি ক্ষেত্রে সংস্থার সক্রিয় ভূমিকার কথা তুলে ধরে তিনি জানান, বর্তমানে প্রায় তিন লক্ষ কৃষককে সঙ্গে নিয়ে আইটিসি কাজ করছে।
গত বছরের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের (বিজিবিএস) প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়ায় আইটিসি-র একটি প্রকল্পের শিলান্যাস করেছিলেন। মাত্র পাঁচ মাসের মধ্যেই সেখানে কাজ শুরু হয়ে গিয়েছে, যা সত্যিই অভাবনীয় বলে মন্তব্য করেন তিনি।
পর্যটন ও হসপিটালিটি ক্ষেত্রেও রাজ্যে আইটিসি-র সম্প্রসারণের কথা জানান সংস্থার চেয়ারম্যান। সব মিলিয়ে গত পনের বছরে বাংলায় আইটিসি-র ব্যবসার গতি যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে, তা স্পষ্ট করেন সঞ্জীব পুরী। নির্দিষ্ট কোনও নতুন বিনিয়োগের অঙ্ক না জানালেও, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই উন্নয়ন ও রূপান্তরের ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশাবাদি তিনি।
সম্মেলনে প্রশংসা করে তিনি বলেন, বাংলায় কী ধরনের বদল এসেছে এবং এখনও আসছে, তা বিমানবন্দর থেকে বেরোলেই স্পষ্ট বোঝা যায়। তিনি জানান, গত ১১৫ বছর ধরে কলকাতায় আইটিসি-র সদর দফতর রয়েছে এবং এই দীর্ঘ সময়ে সংস্থাটি রাজ্যে গভীরভাবে জড়িয়ে পড়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত