
কলকাতা, ১৮ ডিসেম্বর (হি. স. ) : রাজ্যে ৫ হাজার মেগাওয়াট ক্ষমতার ব্যাটারি স্টোরেজ প্রকল্পে প্রায় ১২ হাজার কোটি টাকা বিনিয়োগের লক্ষ্য রয়েছে। ‘বিজনেস কনক্লেভ ২০২৫’-এ শিল্পবিনিয়োগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বৃহস্পতিবার এ কথা জানান আরপিজি গোষ্ঠীর চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা।
তিনি জানান, গত ১৫ বছরে পশ্চিমবঙ্গে তাঁর গোষ্ঠী প্রায় ২৬ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। তাঁর কথায়, “এই বিপুল বিনিয়োগ সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রীর জন্যই। তিনি যে ঝামেলামুক্ত পরিবেশ তৈরি করেছেন, সেটাই শিল্পের পক্ষে সহায়ক হয়েছে।”
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি জানান, স্কুল খাতে ৫০০ কোটি টাকা এবং ২০২৭ সালের জানুয়ারির মধ্যে হাসপাতাল প্রকল্প মিলিয়ে মোট প্রায় ১৫ হাজার ৮০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত