
বীরভূম, ১৮ ডিসেম্বর ( হি. স.)- পারিবারিক অশান্তির জেরে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা সামনে এল বীরভূম জেলায়। স্বামী–স্ত্রীর মধ্যে তীব্র বচসা থেকে হাতুড়ির আঘাতে মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে রামপুরহাট ২ নম্বর ব্লকের মাড়গ্রাম থানার অন্তর্গত তপন গ্রামে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ স্বামী মজিবর শেখ ও তাঁর স্ত্রী আয়েশা সিদ্দিকার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিবাদ শুরু হয়। বচসা ক্রমশ হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ, সেই সময় উত্তেজিত হয়ে পড়ে মজিবর শেখ হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় একাধিক আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় আয়েশা সিদ্দিকা ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।পরিবারের লোকজন ও প্রতিবেশীরা দ্রুত তাঁকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত স্বামী দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। যদিও বিষয়টি তদন্তসাপেক্ষ বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে মাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে এবং পরে গ্রেফতার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।বৃহস্পতিবার অভিযুক্তকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। কী কারণে পারিবারিক বিবাদ এতটা চরম আকার নিল এবং মানসিক অসুস্থতার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়