যাত্রাপুর থানার অভিযানে ২১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার এক
বক্সনগর (ত্রিপুরা), ১৮ ডিসেম্বর (হি.স.) : গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার পুলিশ গভীর রাতে এক সফল গাঁজা-বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করেছে। অভিযানে এক কুখ্যাত গাঁজা মজুতকারীকে গ্রেফতার করা
গাঁজা উদ্ধার


বক্সনগর (ত্রিপুরা), ১৮ ডিসেম্বর (হি.স.) : গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার পুলিশ গভীর রাতে এক সফল গাঁজা-বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করেছে। অভিযানে এক কুখ্যাত গাঁজা মজুতকারীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, যাত্রাপুর থানার ওসি স্মৃতিকান্ত বর্ধনের নেতৃত্বে পুলিশ ও টিএসআর জওয়ানদের নিয়ে গঠিত একটি যৌথ দল বুধবার গভীর রাতে দক্ষিণ নিদয়া এলাকার শীল টিলায় অভিযান চালায়। অভিযানের সময় একটি বসতবাড়ি থেকে বস্তাবন্দি প্রায় ২১ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার যাত্রাপুর থানার সাব-ইন্সপেক্টর প্রসেনজিৎ দেবনাথ জানান, অভিযুক্তের নাম কার্তিক চক্রবর্তী (৪২)। তিনি যাত্রাপুর থানাধীন দক্ষিণ নিদয়া শীল টিলা এলাকার বাসিন্দা। বুধবার রাত সাড়ে ১১টার দিকে গোপনে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মহিলা ও পুরুষ কনস্টেবল এবং টিএসআর জওয়ান মিলিয়ে মোট ১০ জনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি ঘিরে তল্লাশি চালায়।

তল্লাশিতে অভিযুক্তের বসতঘর থেকে বস্তাভর্তি শুকনো গাঁজা মজুতের প্রমাণ মেলে। এরপর রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে উদ্ধার হওয়া গাঁজাসহ থানায় নিয়ে আসা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে এবং বৃহস্পতিবারই তাকে আদালতে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে যাত্রাপুর থানার পুলিশ গাঁজা চাষ ধ্বংস, গাঁজা বাগান কাটা ও মজুদকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে আসছে। পুলিশের এই তৎপরতায় নেশা কারবারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande