২ জানুয়ারি থেকে হাঁপানিয়ায় আগরতলা বইমেলা, থিম ‘বন্দেমাতরম’
আগরতলা, ১৮ ডিসেম্বর (হি.স.) : ২ জানুয়ারি থেকে রাজধানী আগরতলায় হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হতে চলেছে আগরতলা বইমেলা। এই উপলক্ষ্যে বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন মেয়র ত
প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত


আগরতলা, ১৮ ডিসেম্বর (হি.স.) : ২ জানুয়ারি থেকে রাজধানী আগরতলায় হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হতে চলেছে আগরতলা বইমেলা। এই উপলক্ষ্যে বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অরুণোদয় সাহা, তথ্য ও সংস্কৃতি দফতরের উন্নয়ন কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত-সহ বিভিন্ন দফতরের আধিকারিক ও পুস্তক প্রকাশনী সংস্থার প্রতিনিধিরা।

বইমেলাকে সাফল্যমণ্ডিত করে তুলতে বৈঠকে সার্বিক প্রস্তুতি, পরিকাঠামো, নিরাপত্তা ও দর্শনার্থীদের সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জানা যায়, এবছর আগরতলা বইমেলা প্রতিদিন দুপুর ১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকতে পারে।

বইমেলায় বহিঃরাজ্যের সাহিত্যিকদের আমন্ত্রণ জানানো প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। গত বছরের মতো এবছরও বাংলাদেশের কোনও প্রকাশনা সংস্থার স্টল থাকছে না। তবে রাজ্য ও বহিঃরাজ্যের উল্লেখযোগ্য প্রকাশনী সংস্থার পক্ষ থেকে এখন পর্যন্ত ১৬৭টি আবেদন জমা পড়েছে। এর ফলে এবছর বইমেলার পরিসর আরও বৃদ্ধি পাচ্ছে বলে মনে করা হচ্ছে। এবারের আগরতলা বইমেলার থিম নির্ধারণ করা হয়েছে ‘বন্দেমাতরম’।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande