দার্জিলিংয়ে প্রতিবাদ মিছিলে চাকরিহারা শিক্ষকরা
দার্জিলিং, ১৮ ডিসেম্বর (হি. স.) : চাকরি বাতিলের প্রতিবাদে এবার দার্জিলিংয়ে প্রতিবাদ মিছিলে করলেন চাকরিহারা শিক্ষকরা। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এক রায়ে নিয়োগ দুর্নীতির অভিযোগে ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিল করে দেন। পাশাপাশি এই নিয়
দার্জিলিংয়ে প্রতিবাদ মিছিলে চাকরিহারা শিক্ষকরা


দার্জিলিং, ১৮ ডিসেম্বর (হি. স.) : চাকরি বাতিলের প্রতিবাদে এবার দার্জিলিংয়ে প্রতিবাদ মিছিলে করলেন চাকরিহারা শিক্ষকরা। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এক রায়ে নিয়োগ দুর্নীতির অভিযোগে ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিল করে দেন। পাশাপাশি এই নিয়োগের বিরুদ্ধে সিআইডি তদন্তও চালিয়ে যাওয়ার নির্দেশ দেন বিচারপতি। বৃহস্পতিবার এই রায়ের প্রতিবাদে দার্জিলিং রেল স্টেশন থেকে গোর্খা রঙ্গ মঞ্চ (ভানুভবন) পর্যন্ত মিছিল করলেন চাকরিচ্যুত শিক্ষকরা। যেখানে অংশগ্রহণকারীরা তাদের চাকরির মর্যাদা ফিরিয়ে দিয়ে ন্যায়বিচারের দাবি জানান।

চাকরিচ্যুতরা বলেন, ‘আদালত তাদের কথা শুনছে না, আদালত নিজেই অবৈধ।’ অজয় ছেত্রী নামে এক চাকরিহারা শিক্ষকের বক্তব্য, ‘আদালতের নির্দেশেই জিটিএ-র অধীনে অনেক শিক্ষক নিয়োগ হয়েছে। আমরাও একই প্রক্রিয়ার মাধ্যমে এসেছি, কিন্তু তারা বলছে আমাদের নিয়োগ অবৈধ। আমরা সবাই উচ্চশিক্ষিত। যদি আমরা যোগ্যতার মানদণ্ড পূরণ না করি, তবেই আমাদের নিয়োগ অবৈধ হবে।’

আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের দাবি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং জিটিএ-কে ন্যায়বিচার দিতে হবে। যতক্ষণ না ন্যায়বিচার দেওয়া হচ্ছে, রাস্তায় নেমে অহিংসভাবে প্রতিবাদ আন্দোলন চলবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande