স্কুল মাঠে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন ঘিরে বিতর্ক, উত্তাল মাস্টারপাড়া
আগরতলা, ১৮ ডিসেম্বর (হি.স.) : রাজধানী আগরতলায় মাস্টারপাড়া এলাকায় একটি স্কুলের খেলার মাঠে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনাকে কেন্দ্র করে প্রশাসনের সঙ্গে ক্লাব কর্তৃপক্ষ ও এলাকাবাসীর তীব্র বিতর্ক ও বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার
জনতার বিক্ষোভ


আগরতলা, ১৮ ডিসেম্বর (হি.স.) : রাজধানী আগরতলায় মাস্টারপাড়া এলাকায় একটি স্কুলের খেলার মাঠে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনাকে কেন্দ্র করে প্রশাসনের সঙ্গে ক্লাব কর্তৃপক্ষ ও এলাকাবাসীর তীব্র বিতর্ক ও বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা উত্তাল হয়ে ওঠে। আগরতলা পুর নিগমের মেয়রের সামনেই প্রশাসনিক আধিকারিকদের কাছে স্মারকলিপি প্রদান করেন ক্লাব কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, মাস্টারপাড়ার একটি বিদ্যালয়ের মাঠে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে প্রথম থেকেই এই সিদ্ধান্তের বিরোধীতা করে আসছেন এলাকাবাসী ও ক্লাব কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে এই ধরনের পরিকাঠামো গড়ে তোলা শিক্ষা পরিবেশের পরিপন্থী। তা সত্ত্বেও এলাকাবাসীর আপত্তি উপেক্ষা করেই প্রশাসন একতরফাভাবে প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আগামী ১৯ ডিসেম্বর এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ভূমি পূজন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার। এই কর্মসূচিকে সামনে রেখে বৃহস্পতিবার প্রশাসনিক আধিকারিকরা বিদ্যালয় প্রাঙ্গণে পরিদর্শনে যান। তাদের সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

প্রশাসনের প্রতিনিধি দল এলাকাবাসীর সঙ্গে কথা বলতে চাইলে স্থানীয় ক্লাব সদস্যরা তার প্রতিবাদ জানান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মেয়রের সামনেই ক্লাব কর্তৃপক্ষ প্রশাসনের কাছে একটি স্মারকলিপি তুলে দেন।

এই প্রসঙ্গে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান, বিষয়টি নিয়ে কোনও বাধা বা সংঘর্ষ হয়নি, কেবলমাত্র আলোচনা হয়েছে। তিনি বলেন, প্রস্তাবিত স্থানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন হলে সংশ্লিষ্ট এলাকার পানীয় জলের চাহিদা পূরণ করা সম্ভব হবে। পাশাপাশি বড়দোয়ালি ও রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ করা যাবে। তিনি আরও জানান, ১৯ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ভূমি পূজনের মাধ্যমে নির্মাণ কাজের সূচনা হবে।

তবে এলাকাবাসীর আশঙ্কা এখানেই শেষ নয়। জানা গেছে, প্রস্তাবিত প্ল্যান্টের স্থান থেকে মাত্র ১০০ মিটার দূরেই টিএনজিসিএল-এর গ্যাস সরবরাহের মূল স্টেশন অবস্থিত। পানীয় জলের টানে মাটিতে ফাটল সৃষ্টি হলে ওই গ্যাস স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এই গুরুতর বিষয়টি নিয়েও প্রশাসন উদাসীন বলেই বিভিন্ন মহলের অভিযোগ।

এই ঘটনাকে কেন্দ্র করে মাস্টারপাড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande