ককবরক ভাষায় রোমান লিপির দাবিতে আগরতলায় মশাল মিছিল উপজতি ছাত্র সংগঠনগুলির
আগরতলা, ১৮ ডিসেম্বর (হি.স.) : ককবরক ভাষার লিপি নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার ত্রিপুরার বিভিন্ন জায়গায় মশাল মিছিলের আয়োজন করে টিএসএফ (তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন) ও টিআইএসএফ (তিপ্রা
মশাল মিছিল আগরতলায়


আগরতলা, ১৮ ডিসেম্বর (হি.স.) : ককবরক ভাষার লিপি নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার ত্রিপুরার বিভিন্ন জায়গায় মশাল মিছিলের আয়োজন করে টিএসএফ (তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন) ও টিআইএসএফ (তিপ্রা ইন্ডিজেনাস স্টুডেন্টস ফেডারেশন) সহ একাধিক উপজাতি ছাত্র সংগঠন। তিপ্রা মথা-এর ছাত্র শাখার নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের উপজাতি শিক্ষার্থীরা অংশ নেন।

রাজধানী আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দান থেকে মশাল মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ত্রিপুরা স্টেট মিউজিয়ামের সামনে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ককবরক ভাষার জন্য রোমান লিপিকে সরকারি লিপি হিসেবে স্বীকৃতির দাবিতে স্লোগান তোলেন।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ডাঃ সাহা সম্প্রতি ককবরক ভাষার ক্ষেত্রে রোমান লিপির পরিবর্তে একটি আদিবাসী লিপি গ্রহণের পরামর্শ দেন। তাঁর মতে, এতে ভবিষ্যতে ককবরক ভাষাকে ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার পথ সুগম হবে। এই বক্তব্যের পরপরই তিপ্রা মথা পার্টি এবং তাদের সহযোগী ছাত্র সংগঠনগুলি তীব্র প্রতিক্রিয়া জানায়।

মিছিল চলাকালীন টিএসএফ নেতা জন দেববর্মা বলেন, “প্রায় পঞ্চাশ বছর ধরে আমরা আমাদের পছন্দের লিপিতে ভাষা লেখার অধিকার থেকে বঞ্চিত। সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য নির্বাচিত হয়, কিন্তু আজ পর্যন্ত কোনও সরকারই আমাদের ন্যায্য দাবি পূরণ করেনি। এই পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক। আমরা আর সবকিছু নীরবে সহ্য করব না।”

টিএসএফ-এর সাধারণ সম্পাদক হামালু জামাতিয়া জানান, এই মশাল মিছিলে ব্রু, কাইপেং ও মিজো কনভেনশনসহ আরও বেশ কয়েকটি উপজাতি ছাত্র সংগঠন সমর্থন জানিয়েছে। তাঁদের দাবি, ককবরক ভাষার ক্ষেত্রে রোমান লিপিকে সরকারি স্বীকৃতি দিতে রাজ্য সরকারকে অবিলম্বে স্পষ্ট অবস্থান নিতে হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande