
বিলোনিয়া (ত্রিপুরা), ১৮ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) এর আসন্ন নির্বাচনে বিজেপি-এর নিরঙ্কুশ জয়ের দাবিকে সরাসরি খারিজ করলেন তিপ্রা মথা পার্টির প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর দেববর্মন। বৃহস্পতিবার তিনি স্পষ্টভাবে বলেন, আসন্ন কাউন্সিল নির্বাচনে তিপ্রা মথার জয় প্রায় নিশ্চিত।
দক্ষিণ ত্রিপুরার কোয়াইফাং-এ এক জনসভায় দলীয় সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রদ্যোত অভিযোগ করেন, নির্বাচনের আগে বিজেপি ইচ্ছাকৃতভাবে একটি ভ্রান্ত রাজনৈতিক আখ্যান তৈরি করার চেষ্টা করছে। তিনি উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার একটি জনসভায় দেওয়া মন্তব্যের তীব্র সমালোচনা করেন।
প্রদ্যোত বলেন, বিজেপি টিটিএএডিসি দখলের মিথ্যা ধারণা তৈরি করতে শোরগোল করছে। তবে শেষ পর্যন্ত তারা কিছুই অর্জন করতে পারবে না বলে দাবি করেন তিনি। একইসঙ্গে জানান, দক্ষিণ ত্রিপুরা সহ যেসব আসনকে নির্বাচনীভাবে চ্যালেঞ্জিং মনে করা হচ্ছে, সেগুলিতে তিনি নিজে প্রচারের তদারকি করবেন।
টিটিএএডিসি নির্বাচনে বিজেপি-এর প্রচেষ্টাকে অর্থশক্তির অপব্যবহারের সঙ্গে যুক্ত করে প্রদ্যোত বলেন, দলের কিছু নেতা নির্বাচনকে সহজ প্রতিযোগিতা হিসেবে দেখিয়ে রাজ্য নেতৃত্বকে বিভ্রান্ত করছেন। তাঁর বক্তব্য, “টাকা খরচ করলেই নির্বাচন জেতা যায়—এই ধারণা সম্পূর্ণ ভুল।”
ভোটারদের উদ্দেশ্যে আবেদন জানিয়ে তিনি বলেন, প্রচারের সময় প্রলোভন দেওয়া হলে মানুষ যেন দ্বিধা না করে। “যদি টাকা দেয়, নিন। কাপড়, রিশা বা রিগনাই দিলে ব্যবহার করুন। কিন্তু ভোট দেওয়ার সময় মনে রাখবেন, কোন দলটি মানুষের মধ্য থেকে উঠে এসেছে এবং কারা প্রকৃত জয় পাওয়ার যোগ্য,”—বলেন প্রদ্যোত কিশোর দেববর্মন।
উপজাতিদের বৃহত্তর রাজনৈতিক প্রতিনিধিত্বের দাবিতে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, তিপ্রা মথা রাজ্যের সর্বোচ্চ নির্বাহী পদে একজন উপজাতি নেতাকে বসানোর লক্ষ্যে কাজ করবে। তাঁর দাবি, “২০২৬ সালে আমরা টিটিএএডিসি-তে ক্ষমতায় আসব এবং ২০২৮ সালে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হবেন একজন উপজাতি নেতা।”
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ