ত্রিপুরায় গরিবি ও জাত-পাতের রাজনীতি আর চলবে না, মানুষ উন্নয়ন চায় : মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৮ ডিসেম্বর (হি.স.) : মানুষকে গরিব বানিয়ে ধ্বংসস্তূপের উপর বসে অট্টহাসি কিংবা জাত-পাতের রাজনীতি করে আর কিছু হবে না—মানুষ উন্নয়ন চায়। বৃহস্পতিবার আগরতলা সরকারি ডেন্টাল কলেজের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী
বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী


আগরতলা, ১৮ ডিসেম্বর (হি.স.) : মানুষকে গরিব বানিয়ে ধ্বংসস্তূপের উপর বসে অট্টহাসি কিংবা জাত-পাতের রাজনীতি করে আর কিছু হবে না—মানুষ উন্নয়ন চায়। বৃহস্পতিবার আগরতলা সরকারি ডেন্টাল কলেজের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

এদিন মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে আগরতলা সরকারি ডেন্টাল কলেজ ও আইজিএম হাসপাতালের তৃতীয় প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। একই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পুরাতন আইজিএম হাসপাতাল ভবনের সিসমিক রেট্রোফিটিং ও সংস্কার কাজের উদ্বোধন করেন। পাশাপাশি আগরতলা সরকারি ডেন্টাল কলেজ ও আইজিএম হাসপাতালের নতুন ভবনের ভূমি পূজন অনুষ্ঠানেও তিনি অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল হাসপাতাল বর্তমানে আইজিএম হাসপাতালে রূপান্তরিত হয়েছে। এক সময়ে এই হাসপাতালের অবস্থা কী ছিল, তা সবাই জানেন। রাজা-মহারাজাদের সময়কার বহু স্থাপনা সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে। এত উন্নয়নের পরও গণতন্ত্রে নানা মন্তব্য শোনা যায়, বিষয়গুলি সরকার অনুভব করে বলেও তিনি জানান।

মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে একটি ডেন্টাল কলেজ স্থাপনের স্বপ্ন ছিল তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তায় সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। ঈশ্বরের কৃপায় তিনি আজ এই জায়গায় রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। শুধু ডেন্টাল কলেজই নয়, স্বাস্থ্য পরিষেবায় আরও বহু উন্নয়ন হয়েছে—এইমস-এর সঙ্গে সমঝোতার মাধ্যমে উন্নত চিকিৎসা পরিষেবা চালু হয়েছে, প্রতিটি জেলা হাসপাতালে ট্রমা সেন্টার স্থাপন করা হয়েছে।

বিরোধীদের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, তারা গরিবকে আরও গরিব বানিয়ে ধ্বংসস্তূপের উপর বসে অট্টহাসির স্বপ্ন দেখতেন। কিন্তু মানুষ এখন সব বুঝে গেছেন। জাত-পাতের রাজনীতি আর কাজ করবে না—মানুষ উন্নতি ও উন্নয়ন চায়।

অনুষ্ঠানে ডেন্টাল কলেজের কৃতি ছাত্রছাত্রীদের হাতে তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ অন্যান্য আধিকারিকরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande