
ধর্মনগর (ত্রিপুরা), ১৮ ডিসেম্বর (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের মৃত্যু মামলায় বড় সাফল্য পুলিশের। করিমগঞ্জ থেকে গ্রেফতার মূল অভিযুক্ত পুস্পিতা ভট্টাচার্য (কাল্পনিক নাম) ও প্রিয়াঙ্কা ভট্টাচার্য (কাল্পনিক নাম)। সাথে গ্রেফতার করা হয়েছে সৌরভ ভট্টাচার্য নামে আরও একজনকে। বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হবে।
প্রসঙ্গত, উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরে এক হৃদয়বিদারক ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। সম্প্রতি কামেশ্বর এলাকার বাসিন্দা প্রসেনজিৎ সরকার (২৪), যিনি ব্লু ডার্ট নামে একটি বেসরকারি কুরিয়ার সংস্থায় ডেলিভারি বয় হিসেবে কর্মরত ছিলেন, তাঁর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে জনমনে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ, কয়েকজন যুবক ও যুবতীর সঙ্গে বিবাদের জেরে প্রকাশ্যে প্রসেনজিৎ সরকারকে মারধর করা হয়। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে চরম অপমান ও মানসিক যন্ত্রণায় ভেঙে পড়েন তিনি। শেষ পর্যন্ত গত সোমবার রাতে তিনি ফাঁসিতে আত্মহত্যা করেন বলে জানা গেছে।
এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার থেকে ধর্মনগর শহরের যুবসমাজ রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয়। ‘উই ওয়ান্ট জাস্টিস’ লেখা ব্যানার হাতে নিয়ে ধর্মনগরে আন্দোলন চলছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ