
বাঁকুড়া, ১৯ ডিসেম্বর (হি.স.) : বাবাকে খুঁজতে বেরিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারাল ছেলে ও তার এক বন্ধু। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার গভীর রাতে বাঁকুড়া জেলার ছাতনা থানার তিলনা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুরুলিয়ার সাঁতুড়ি থানার ঘোড়ামুর্গা গ্রামের বাসিন্দা বুধন মণ্ডলের বাবা বৃহস্পতিবার দুপুরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যান। সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে বুধন মণ্ডল গ্রামের দুই বন্ধু—বিপদ তারণ ঘোষাল ও বাপি ঘোষকে সঙ্গে নিয়ে মোটরবাইকে বাবার খোঁজে বের হন। বাবা বাঁকুড়ায় থাকতে পারেন এই আশঙ্কায় তাঁরা বিভিন্ন এলাকায় খোঁজ চালান।
খোঁজ না পেয়ে গভীর রাতে তিনজনই বাইকে করে বাড়ি ফেরার পথে ছাতনা থানার তিলনা এলাকায় একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় তিনজনই রাস্তায় ছিটকে পড়েন।
খবর পেয়ে ছাতনা থানার পুলিশ আহতদের উদ্ধার করে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা বুধন মণ্ডল ও বিপদ তারণ ঘোষালকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত বাপি ঘোষকে পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবার ও এলাকায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট