স্বাভাবিকের ওপরেই মহানগরীর তাপমাত্রা, পারদ পতনেরও পূর্বাভাস
কলকাতা, ২০ ডিসেম্বর (হয়.স.): কলকাতা বা দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডা অধরাই। শীতের আমেজ রয়েছে। সকালের দিকে কুয়াশার দাপটও থাকছে বেশির ভাগ জেলায়। কলকাতা-সহ অনেক জেলাতেই রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত পাঁচ দিন রাজ
১৫-র ঘরে কলকাতার তাপমাত্রা, জমজমাট ঠান্ডা গ্রাম বাংলায়


কলকাতা, ২০ ডিসেম্বর (হয়.স.): কলকাতা বা দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডা অধরাই। শীতের আমেজ রয়েছে। সকালের দিকে কুয়াশার দাপটও থাকছে বেশির ভাগ জেলায়। কলকাতা-সহ অনেক জেলাতেই রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত পাঁচ দিন রাজ্যে তাপমাত্রার হেরফের হবে না। পরের সপ্তাহ থেকে কমবে তাপমাত্রা। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, বড়দিন থেকে ফের কমবে তাপমাত্রা। দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ নামতে পারে। তবে জাঁকিয়ে শীত নয়। ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রার পারদ থাকতে পারে। আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিঙে ৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। পার্বত্য এলাকায় ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে তাপমাত্রা থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande