বিদেশ পাঠানোর নামে প্রতারণা ! দুবাই থেকে ফিরতেই গ্রেফতার অভিযুক্ত
হিসার, ১৯ ডিসেম্বর (হি.স.) : বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে সরসৌদের বাসিন্দা সানুপ নামের এক যুবককে গ্রেফতার করেছে বারওয়ালা থানা পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ইতালিতে পাঠানোর নামে ১০ লক্ষ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। শুক্রবা
বিদেশ পাঠানোর নামে প্রতারণা ! দুবাই থেকে ফিরতেই গ্রেফতার অভিযুক্ত


হিসার, ১৯ ডিসেম্বর (হি.স.) : বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে সরসৌদের বাসিন্দা সানুপ নামের এক যুবককে গ্রেফতার করেছে বারওয়ালা থানা পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ইতালিতে পাঠানোর নামে ১০ লক্ষ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

শুক্রবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযোগকারী সত্যবান জানান, তাঁর ছেলে অজয়কে ইতালিতে পাঠানোর আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেয় অভিযুক্ত। তদন্তে প্রাপ্ত ভয়েস রেকর্ডিং ও নথি যাচাই করে পুলিশ নিশ্চিত হয়েছে, অভিযুক্ত কোনও ভিসা করাননি এবং টাকাও ফেরত দেননি।

ঘটনার পর অভিযুক্ত বিদেশে পালিয়ে যায়। তার বিরুদ্ধে লুক-আউট নোটিস জারি করা হয়। সম্প্রতি দুবাই থেকে ইন্দোর বিমানবন্দরে নামতেই ইমিগ্রেশন দফতর তাকে আটক করে বারওয়ালা থানাকে জানায়। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এবং প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে।

অভিযুক্তকে আদালতে পেশ করা হলে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande