
কলকাতা, ১৯ ডিসেম্বর (হি.স.) : শনিবার রানাঘাট মহকুমার তাহেরপুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব ঠিকই থাকলে প্রধানমন্ত্রীর সফরের পর দু’দিনের রাজ্য সফরে আসবেন অমিত শাহ। দুই সফর নিয়ে শুক্রবার ছিল রাজ্য বিজেপিতে দিনভর ব্যস্ততা।
সরকারি সভার পাশাপাশি, রাজনৈতিক জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। রানাঘাটের অধিকাংশ এলাকায় মতুয়াদের বাস। এসআইআর আবহে অনেক মতুয়ার নাম বাদ যেতে পারে বলে শোরগোল শুরু হয়েছে। সভা থেকে এসআইআর নিয়ে প্রধানমন্ত্রী কী বলেন সেই দিকে নজর সবার।
পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ নিয়ে সরব বিজেপির বঙ্গীয় নেতারা। এসআইআরে ১ কোটির নাম বাদ যাবে বলে সরব হয়েছেন রাজ্য নেতারা। এসআইআরে অনেক মতুয়ার নাম বাদ যাবে বলে শঙ্কা করছেন তাঁরা। স্বাভাবিকভাবেই এসআইআর নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে। তাছাড়াও সাংগঠনিক শক্তি কতটা, বুথ পর্যায়ে শক্তি বৃদ্ধি হয়েছে কতটা? নির্বাচনে কোন পথে দল এগোবে তা নিয়েই বৈঠকে বসবেন শাহ।
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এসআইআর আবহে উত্তপ্ত রাজ্য রাজনীতি। জনসভা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের আগে দলের রণনীতি, বুথ লেভেলে সাংগঠনিক শক্তি, কোন কোন বিষয়কে কেন্দ্র করে বিজেপি লড়াইয়ে নামবে, মূলত তা নিয়েই বৈঠক করবেন বিজেপির এই শীর্ষ নেতা। সূত্র মারফত খবর, সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষে ২৯-৩০ তারিখ বাংলায় আসবেন অমিত শাহ।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত