বাংলাদেশে বিশৃঙ্খলা, পেট্রাপোলে বিএসএফের তৎপরতা
বনগাঁ, ১৯ ডিসেম্বর (হি.স.): ফের বিশৃঙ্খল পরিস্থিতি বাংলাদেশে। ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর পর থেকে নতুন করে আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশ জুড়ে। নতুন করে বাংলাদেশ উত্তপ্ত হতেই সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। কড়া নজর রাখছে বিএসএফ। এর মধ্যেই শুক্রবার
বাংলাদেশে বিশৃঙ্খলা, পেট্রাপোলে বিএসএফের তৎপরতা


বনগাঁ, ১৯ ডিসেম্বর (হি.স.): ফের বিশৃঙ্খল পরিস্থিতি বাংলাদেশে। ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর পর থেকে নতুন করে আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশ জুড়ে। নতুন করে বাংলাদেশ উত্তপ্ত হতেই সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। কড়া নজর রাখছে বিএসএফ। এর মধ্যেই শুক্রবার বাংলাদেশের বেনাপোল সীমান্তে আন্দোলনকারীরা বিক্ষোভ দেখান বলে খবর। দীর্ঘক্ষণ এই বিক্ষোভ চলে বলে সূত্রের খবর। এহেন আন্দোলনের পরেই পেট্রাপোল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতা চোখে পড়ে৷ পেট্রাপোল সীমান্তের গেট অবরুদ্ধ করে প্রচুর বিএসএফ জওয়ান দাঁড়িয়ে পড়েন। শুধু তাই নয়, বাংলাদেশের অশান্তির আঁচ যাতে কোনওভাবে এপারে যাতে না পড়ে সেজন্য পেট্রাপোল সীমান্তে বাহিনীর গতিবিধি অন্যদিনের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে। শুধু তাই নয়, সীমান্ত এলাকাগুলিতেও বাড়তি নজর রাখা হচ্ছে। বন্দরের ব্যবসায়ীরা জানাচ্ছেন, বাণিজ্য স্বাভাবিক থাকলেও অন্যান্য দিনের তুলনায় নিরাপত্তা অনেক বেশি চোখে পড়েছে এদিন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande