‘এক জেহাদির মৃত্যুতে লক্ষ জেহাদির তাণ্ডব’, কটাক্ষ তসলিমার
কলকাতা, ১৯ ডিসেম্বর (হি. স. ) : ‘‘এক জিহাদির মৃত্যুতে লক্ষ জিহাদি সারা বাংলাদেশ জুড়ে তাণ্ডব করেছে।’ একইসঙ্গে তাঁর তোপ, ‘জিহাদিস্তানের প্রকৃত চেহারা তো এমনই হয়।’’ দ্বেষের আগুনে জ্বলতে থাকা বাংলাদেশকে এভাবেই আক্রমণ করলেন সাহিত্যিক তসলিমা নাসরিন। ই
তসলিমা নাসরিন


কলকাতা, ১৯ ডিসেম্বর (হি. স. ) : ‘‘এক জিহাদির মৃত্যুতে লক্ষ জিহাদি সারা বাংলাদেশ জুড়ে তাণ্ডব করেছে।’ একইসঙ্গে তাঁর তোপ, ‘জিহাদিস্তানের প্রকৃত চেহারা তো এমনই হয়।’’

দ্বেষের আগুনে জ্বলতে থাকা বাংলাদেশকে এভাবেই আক্রমণ করলেন সাহিত্যিক তসলিমা নাসরিন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে স্বদেশের ভয়ংকর রূপ দেখে জ্বলে উঠলেন প্রতিবাদী লেখিকা। শুক্রবার সামাজিক মাধ্যমে বাংলাদেশের ভয়াবহতার একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, এক হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর তাঁর দেহ গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দিয়েছে একদল যুবক। চলছে নারকীয় উল্লাস। ভয়াবহ সেই দৃশ্য দেখেই তসলিমার তোপ, ‘এটাই প্রকৃত জেহাদিস্তান।’

ভয়ংকর এই ঘটনা তুলে ধরার সঙ্গে পাশাপাশি তিনি লেখেন, ‘এক জিহাদির মৃত্যুতে লক্ষ জিহাদি সারা বাংলাদেশ জুড়ে তাণ্ডব করেছে। যা কিছু পেয়েছে ভেঙে টুকরো করেছে। সবকিছু জ্বলিয়ে পুড়িয়ে ছাই করেছে। ভালুকার দরিদ্র যুবক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়েছে জিহাদিরা। না, কারও দুঃখ হয়নি, কারও হাত কাঁপেনি, কারও মন কাঁদেনি, কারো বিবেক জাগেনি। নারায়ে তকবীর আল্লাহু আকবর বলে উল্লাসে চিৎকার করছে তারা। জিহাদিস্তানের প্রকৃত চেহারা তো এমনই হয়।’

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande