বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তোপ তথাগতের
কলকাতা, ১৯ ডিসেম্বর (হি স): বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তোপ দাগলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। শুক্রবার এক্সবার্তায় তিনি এ ব্যাপারে মন্তব্য করেছেন। যদিও এই মন্তব্যে বাংলাদেশে সংবাদপত্র দফতরে আগুন ও আইনশৃঙ্খলার প্রসঙ্গ নেই। তিনি লিখেছেন, “বন্ধ হয়ে
তথাগত


কলকাতা, ১৯ ডিসেম্বর (হি স): বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তোপ দাগলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। শুক্রবার এক্সবার্তায় তিনি এ ব্যাপারে মন্তব্য করেছেন। যদিও এই মন্তব্যে বাংলাদেশে সংবাদপত্র দফতরে আগুন ও আইনশৃঙ্খলার প্রসঙ্গ নেই।

তিনি লিখেছেন, “বন্ধ হয়ে গেল ঢাকা, রাজশাহী, খুলনার ভারতীয় ভিসা অফিস। ধর্মোন্মাদ কাঠমোল্লা আর তার চ্যালাদের ভারতীয় দূতাবাসে গিয়ে অসভ্যতা করার পরিণাম (যার পিছনে স্পষ্টতই প্রধান উপদেষ্টা ইউনুস মিঞার সমর্থন ছিল)।

বাংলাদেশের অসুস্থ মানুষ, যাঁরা কলকাতায় চিকিৎসা করাতে আসতেন আর হিন্দু ডাক্তারদের উপর ভরসা করতেন, তাঁদের সমবেদনা জানাই। এইবার আপনাদের প্রাক্তন প্রভুদের দেশ লাহোর-ইসলামাবাদে গিয়ে (অথবা ব্যাংকক বা সিঙ্গাপুরে) তিনগুণ খরচ করে বিজাতীয় ভাষায় নিজের অসুখ বুঝিয়ে চিকিৎসা করান।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধে থেকে গোটা বাংলাদেশ পুড়ছে বিক্ষোভের আগুনে। ‘হাসিনা ফেরাও’ ধুয়ো তুলে প্রগতিশীল সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের উপর হামলা চালানো হয়েছে। জনতার রোষ থেকে রেহাই পায়নি ভারতীয় দূতাবাস, আওয়ামি লিগের দফতর। ধর্মনিরপেক্ষ সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে আগুন ধরানো হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande