ইংরেজবাজারে ১ কেজি ব্রাউন সুগারসহ গ্রেফতার যুবক, সাত দিনের পুলিশি হেপাজতের আবেদন
মালদা, ১৯ ডিসেম্বর ( হি. স.)-ইংরেজবাজার থানার পুলিশের হাতে আবারও ব্রাউন সুগারসহ গ্রেফতার হল এক যুবক। বৃহস্পতিবার গভীর রাতে রথবাড়ির চাটাইপট্টি এলাকা থেকে প্রায় ১ কেজি ব্রাউন সুগারসহ ওই কারবারীকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম আবদুল মাজেদ (১৯)। তার বা
পুলিশ হেফাজত


মালদা, ১৯ ডিসেম্বর ( হি. স.)-ইংরেজবাজার থানার পুলিশের হাতে আবারও ব্রাউন সুগারসহ গ্রেফতার হল এক যুবক। বৃহস্পতিবার গভীর রাতে রথবাড়ির চাটাইপট্টি এলাকা থেকে প্রায় ১ কেজি ব্রাউন সুগারসহ ওই কারবারীকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম আবদুল মাজেদ (১৯)। তার বাড়ি কালিয়াচক থানার হারুচক এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার একটি বিশেষ দল বৃহস্পতিবার রাতে রথবাড়ির চাটাইপট্টি এলাকায় অভিযান চালায়। সন্দেহভাজন অবস্থায় এক যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে অনুমান পুলিশের।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত যুবক মালদা জেলার পাশাপাশি পার্শ্ববর্তী জেলাগুলিতেও এই নিষিদ্ধ মাদক সরবরাহের সঙ্গে যুক্ত ছিল। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, মাদক কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচার করা হচ্ছিল—তা জানতেই ধৃতকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।শুক্রবার ধৃত আবদুল মাজেদকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে পুলিশের তরফে সাত দিনের পুলিশি হেপাজতের আবেদন জানানো হয়েছে। আদালত বিষয়টি বিচারাধীন রেখেছে। পুলিশ জানিয়েছে, মাদক কারবার রুখতে অভিযান আরও জোরদার করা হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande