
কলকাতা, ১৯ ডিসেম্বর (হি. স.) : বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই শহর কলকাতার পুলিশি নিরাপত্তা নিশ্চিত করতে সব থানাকে সতর্ক করা হয়েছে। বড়দিন উদযাপন ও নববর্ষের অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে পুলিশের তরফেও প্রহরা ও টহলদারি যথারীতি থাকছে। এই তথ্য কলকাতার নগরপাল মনোজ ভার্মা'র।
উল্লেখ্য, আলিপুর বডিগার্ড লাইন সংলগ্ন মাঠে, কলকাতা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এদিন অনুষ্ঠিত হয়েছে। সেখানে নগরপাল, সহ - উপ নগরপাল ও সংস্কৃতি জগতের অভিনেতা ও ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কলকাতার নগরপাল মনোজ ভার্মা বলেন, - কলকাতা পুলিশ তাদের কাজের স্বার্থেই শারীরিক সুস্থতা ও ফিটনেসের উপর সর্বাধিক ও বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এদিন সফল প্রতিযোগীদের ধন্যবাদ জানিয়েছেন এবং ওই প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করেছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা।
এদিন প্রতিযোগিতায়, দৌড়, বডি বিল্ডিং, ক্যারাটে, জুডো ইত্যাদি প্রতিযোগিতার ইভেন্ট হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত