
কলকাতা, ১৯ ডিসেম্বর (হি.স.): মাদক-সহ অভিযুক্ত এক মাদক পাচারকারীকে গ্রেফতার করল লালবাজারের গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার রাতে ময়দান থানা এলাকার বাবুঘাট বাস স্ট্যান্ড থেকে তাকে ধরা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম দুধনাথ ঠাকুর। চিৎপুরের বাসিন্দা ওই ব্যক্তির কাছ থেকে ১০৩ গ্রাম হেরোইন, একটি মোবাইল এবং ৬০০ টাকা বাজেয়াপ্ত করেছে গোয়েন্দারা। পুলিশ সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বনগাঁ এলাকার বাপি নামে এক জনের কাছ থেকে এই মাদক নিয়েছিল দুধনাথ। বাবুঘাট থেকে বাস ধরে ওড়িশার পারাদীপে এই মাদক পৌঁছে দেওয়ার কথা ছিল ধৃত ব্যক্তির।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ