হিলকার্ট রোডে ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু ব্যবসায়ী সমিতির
শিলিগুড়ি, ১৯ ডিসেম্বর (হি.স.) : শিলিগুড়ির হিলকার্ট রোডে ফুটপাথ দখলমুক্ত রাখতে উদ্যোগী হল পুলিশ প্রশাসন। শুক্রবার হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির সদস্যরাও পথে নেমে ফুটপাথ ব্যবসায়ীদের সচেতন করেন। কিছুদিন আগেই ট্রাফিক পুলিশের উদ্যোগে ফুটপাথে থাকা দো
হিলকার্ট রোডে ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু ব্যবসায়ী সমিতির


শিলিগুড়ি, ১৯ ডিসেম্বর (হি.স.) : শিলিগুড়ির হিলকার্ট রোডে ফুটপাথ দখলমুক্ত রাখতে উদ্যোগী হল পুলিশ প্রশাসন। শুক্রবার হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির সদস্যরাও পথে নেমে ফুটপাথ ব্যবসায়ীদের সচেতন করেন।

কিছুদিন আগেই ট্রাফিক পুলিশের উদ্যোগে ফুটপাথে থাকা দোকান সরানো হয়। এরপর পুরনিগমের সঙ্গে বৈঠকে বসেন ব্যবসায়ীরা। আলোচনার মাধ্যমে ফুটপাথে দোকান বসানোর ক্ষেত্রে একাধিক নিয়ম নির্ধারণ করা হয়।

শুক্রবার সেই নিয়ম কার্যকর করতে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অভিযান চালানো হয়। দোকানের সামগ্রী যারা ফুটপাথের বাইরে রেখেছিলেন, তাদের দোকানের ভেতরে রাখতে বলা হয়।

ব্যবসায়ী সমিতির সদস্যরা জানান, এই সচেতনতামূলক অভিযান ধারাবাহিকভাবে চলবে। সতর্কবার্তা দেওয়ার পরও কেউ নিয়ম না মানলে পুলিশ প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিতে পারে বলে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande