গ্রীন সিটি ও ক্লিন সিটি গড়ার লক্ষ্যে সাফাই অভিযানে পৌরপ্রধান, বারাসাতে দ্বিতীয় দিনের কর্মসূচি
বারাসাত, ১৯ ডিসেম্বর ( হি. স.) : উত্তর ২৪ পরগনা জেলার সদর শহর বারাসাতকে গ্রীন সিটি ও ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার সংকল্প নিয়ে দ্বিতীয় দিনের সাফাই অভিযানে নেমে পড়লেন বারাসাত পৌরসভার পৌরপ্রধান সুনীল মুখোপাধ্যায়। শুক্রবার সকালে বারাসাত ডাকবাংলো মো
গ্রিন সিটি


বারাসাত, ১৯ ডিসেম্বর ( হি. স.) : উত্তর ২৪ পরগনা জেলার সদর শহর বারাসাতকে গ্রীন সিটি ও ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার সংকল্প নিয়ে দ্বিতীয় দিনের সাফাই অভিযানে নেমে পড়লেন বারাসাত পৌরসভার পৌরপ্রধান সুনীল মুখোপাধ্যায়। শুক্রবার সকালে বারাসাত ডাকবাংলো মোড় থেকে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে বারাসাত হেলাবটতলা মোড় পর্যন্ত পৌরসভার জঞ্জাল অপসারণ বিভাগের কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিজের হাতেই রাস্তার দু’ধারের জমে থাকা আবর্জনা ও ময়লা পরিষ্কার করেন তিনি।পৌরসভা সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে তিন বছর ধরে জমে থাকা নানা ত্রুটি-বিচ্যুতি কাটিয়ে উঠতেই একগুচ্ছ উন্নয়নমূলক পরিকল্পনা নিয়েছেন পৌরপ্রধান। তারই অন্যতম কর্মসূচি গ্রীন সিটি ও ক্লিন সিটি। দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় জমে থাকা আবর্জনা ও দুর্গন্ধে অতিষ্ঠ ছিলেন সাধারণ নাগরিকরা। পুরপ্রধান বদলের পর সেই অসহনীয় পরিস্থিতি থেকে মুক্তির আশায় নতুন করে ভরসা পাচ্ছেন বারাসাতবাসী।শুক্রবার সকাল থেকে প্রায় এক কিলোমিটার রাস্তার দু’পাশে থাকা নর্দমা, ভ্যাট এবং সংযুক্ত রাস্তাগুলির নিকাশি ব্যবস্থা পরিষ্কার ও সরেজমিনে পর্যবেক্ষণ করেন পৌরপ্রধান। তিনি জানান, মানুষের সুবিধা ও স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখেই এই সাফাই অভিযান লাগাতার চলবে। শহরকে পরিচ্ছন্ন রাখতে নাগরিকদেরও সহযোগিতার আহ্বান জানান তিনি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande