
কলকাতা, ১৯ ডিসেম্বর (হি. স. ) : উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য রাজ্য সরকার যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল, তা খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্ট। সিঙ্গল বেঞ্চের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এ বার ডিভিশন বেঞ্চে মামলা হল।
কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে শুক্রবার এই সংক্রান্ত মামলাটি করা হয়েছে। আগামী সপ্তাহে তার শুনানির সম্ভাবনা।
উচ্চ প্রাথমিকে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্ট বা অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ করার জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য। ১৬০০ সুপার নিউমেরারি পদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২২ সালের ১৯ মে এবং ১৪ অক্টোবর বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু গত ৪ ডিসেম্বর বিজ্ঞপ্তি দু’টি খারিজ করে দেয় হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত