‘চিকেনস নেকে’র সুরক্ষায় আরও তৎপর বিএসএফ, ড্রোন, চলছে নজরদারি
কলকাতা, ১৯ ডিসেম্বর (হি. স. ) : ‘চিকেনস নেকে’র সুরক্ষায় কোনও খামতি রাখা হচ্ছে না। ইতিমধ্যে সেখানকার বিভিন্ন সামরিক ঘাঁটিকে সতর্ক করা হয়েছে। ২২ কিলোমিটার প্রশস্ত ‘চিকেনস নেক’ নামে পরিচিত ‘শিলিগুড়ি করিডোর’ রক্ষায় বাংলাদেশ সীমান্তের পাশে অসমের ধুবড়ি
‘চিকেনস নেকে’র সুরক্ষায় আরও তৎপর বিএসএফ, ড্রোন, চলছে নজরদারি


কলকাতা, ১৯ ডিসেম্বর (হি. স. ) : ‘চিকেনস নেকে’র সুরক্ষায় কোনও খামতি রাখা হচ্ছে না। ইতিমধ্যে সেখানকার বিভিন্ন সামরিক ঘাঁটিকে সতর্ক করা হয়েছে।

২২ কিলোমিটার প্রশস্ত ‘চিকেনস নেক’ নামে পরিচিত ‘শিলিগুড়ি করিডোর’ রক্ষায় বাংলাদেশ সীমান্তের পাশে অসমের ধুবড়ি সংলগ্ন বামুনি, বিহারের কিশনগঞ্জ এবং উত্তর দিনাজপুরের চোপড়া এলাকায় গড়ে ওঠা তিনটি সামরিক ঘাঁটিকে সতর্ক করা হয়েছে।

চিকেনস নেক ঘিরে রয়েছে নেপাল, ভুটান, বাংলাদেশ ও চিন। ভৌগোলিক অবস্থানগত কারণে এলাকাটি অত্যন্ত সংবেদনশীল। হাসিনা দেশ ছাড়ার পর থেকে এখানে সামরিক বাহিনীর তৎপরতা বেড়েছে। এই এলাকার নিরাপত্তার দায়িত্বে রয়েছে ভারতীয় সেনার ত্রিশক্তি কোর।

বৃহস্পতিবার রাত থেকে ওই ইউনিটের তৎপরতা বেড়েছে। অবশ্য আগে থেকেই হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে মোতায়েন রাখা হয়েছে রাফাল যুদ্ধবিমান, বিভিন্ন মিগ ভ্যারিয়েন্ট ও ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, যে কোনও পরিস্থিতি মোকাবিলায় সেখানেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande