রক্ষণাবেক্ষণ কাজের জন্য রবিবার হাওড়া বিভাগে ট্রেনের নিয়ন্ত্রণ
কলকাতা, ১৯ ডিসেম্বর (হি. স. ) : আগামী রবিবার হাওড়া বিভাগের বিভিন্ন অংশে রক্ষণাবেক্ষণ কাজের জন্য ট্রেনের সূচীর বদল হবে। নিম্নরূপে নিয়ন্ত্রণ হবে:- রবিবার হাওড়া থেকে বাতিল— ৩৭০৫৫, ৩৭২৪৯, ৩৭৩৬৩, ৩৬৮২৩। ব্যান্ডেল থেকে বাতিল— ৩৭২৪৬, ৩৭৭৪৯। বর্
রক্ষণাবেক্ষণ কাজের জন্য রবিবার হাওড়া বিভাগে ট্রেনের নিয়ন্ত্রণ


কলকাতা, ১৯ ডিসেম্বর (হি. স. ) : আগামী রবিবার হাওড়া বিভাগের বিভিন্ন অংশে রক্ষণাবেক্ষণ কাজের জন্য ট্রেনের সূচীর বদল হবে।

নিম্নরূপে নিয়ন্ত্রণ হবে:- রবিবার হাওড়া থেকে

বাতিল— ৩৭০৫৫, ৩৭২৪৯, ৩৭৩৬৩, ৩৬৮২৩। ব্যান্ডেল থেকে বাতিল— ৩৭২৪৬, ৩৭৭৪৯।

বর্ধমান থেকে বাতিল— ৩৬৮৩৪।

শেওড়াফুলি থেকে বাতিল— ৩৭০৫৬। আরামবাগ থেকে বাতিল— ৩৭৩৬৪, ৩৭৩৯৬। কাটোয়া থেকে বাতিল— ৩৭৭৪৮।

এছাড়াও, ৩৭৩৬৫ হাওড়া – আরামবাগ লোকাল তারকেশ্বর পর্যন্ত চলাচল করবে এবং ৫৩০০৯ কাটোয়া – আজিমগঞ্জ প্যাসেঞ্জারের ১২:০০ টার বদলে ১২:৩০ টায় ছাড়বে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande