
কলকাতা, ১৯ ডিসেম্বর (হি. স. ) : বাংলাদেশের অশান্তিকে হাতিয়ার করে বাংলায় রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা! হিংসার ভিডিও পোস্ট করে অশান্তির ‘প্ররোচনা’! বঙ্গ বিজেপির সহ-পর্যবেক্ষক এবং আইটি সেলের প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের দাবি তুললেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ।
তাঁর সাফ কথা, ওপার বাংলায় বিপন্ন সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো উচিত ভারত সরকারের। কেন্দ্র অবস্থান জানাক, তৃণমূল পাশে থাকবে।
বিজেপির আইটি সেলের প্রধান যে পোস্ট করেছেন, রীতিমতো তাতে প্ররোচনা দেখছে তৃণমূল। দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, “বিজেপির অমিত মালব্য বাংলাদেশের ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গকে তুলনা করে যে পোস্ট করেছেন, তীব্র নিন্দা করছি। এটা শুধু এই রাজ্যকে অপমান নয়, এটা প্ররোচনা ছড়ানো। পুলিশের উচিত ব্যবস্থা নেওয়া।
বাংলাদেশ ইস্যুতে রাজ্যের শাসকদলের অবস্থান স্পষ্ট করে কুণাল জানান, “বাংলাদেশ থেকে উদ্বেগজনক খবর আসছে। কিছু অমানবিক ভিডিও ছড়াচ্ছে। সত্য মিথ্যা বোঝা কঠিন। যেহেতু এটি আন্তর্জাতিক বিষয়, তাই কেন্দ্রীয় সরকার অবিলম্বে এবিষয়ে পদক্ষেপ নিক, অবস্থান জানাক। বাংলাদেশে থাকা সংখ্যালঘু, ভারতীয় ও সংবাদমাধ্যমের কর্মীদের যথাযথ নিরাপত্তা বাঞ্ছনীয়।”
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত