শনিবার ভোপাল মেট্রোর আনুষ্ঠানিক সূচনা
ভোপাল, ১৯ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে আগামী শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে আধুনিক মেট্রো রেল পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন । কুশাভাউ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল মেট্রো পরিষেবার সূচন
শনিবার ভোপাল মেট্রোর আনুষ্ঠানিক সূচনা


ভোপাল, ১৯ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে আগামী শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে আধুনিক মেট্রো রেল পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন । কুশাভাউ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল মেট্রো পরিষেবার সূচনা করবেন। অনুষ্ঠানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডা. মোহন যাদব উপস্থিত থাকবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল ও মুখ্যমন্ত্রী ডা. মোহন যাদব সুভাষ নগর মেট্রো স্টেশন থেকে সবুজ পতাকা দেখিয়ে ভোপাল মেট্রোর যাত্রা সূচনা করবেন এবং মেট্রোতে সফর করবেন।

শুক্রবার মধ্যপ্রদেশ মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস. কৃষ্ণ চৈতন্য জানিয়েছেন, উদ্বোধনের পরদিন ২১ ডিসেম্বর থেকে সাধারণ যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা চালু করা হবে। প্রাথমিক পর্যায়ে ভোপাল মেট্রোর ‘প্রায়োরিটি করিডর’-এ সুভাষ নগর থেকে এইমস পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রুটে মেট্রো চলাচল করবে। এই করিডরে মোট ৮টি উড়াল স্টেশন অন্তর্ভুক্ত রয়েছে। মেট্রো পরিষেবা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপলব্ধ থাকবে এবং যাত্রীদের টিকিট কেটে যাতায়াত করতে হবে।

উল্লেখযোগ্যভাবে, ভোপাল মেট্রো প্রকল্পের মোট দৈর্ঘ্য ৩০.৮ কিলোমিটার। এই প্রকল্পে দুটি করিডর ও একটি ডিপো অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটির আনুমানিক ব্যয় ১০,০৩৩ কোটি টাকা। আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং যাত্রীস্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে গড়ে ওঠা ভোপাল মেট্রো শহরের গণপরিবহণ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে এবং টেকসই নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande