মুমূর্ষু পুত্রকে বাঁচাতে লড়াই অসহায় সুহানার
কলকাতা, ১৯ ডিসেম্বর (হি স): পূর্ব যাদবপুর সন্তোষপুরের গুরুতর অসুস্থ অভিরূপ বক্সীকে বাঁচাতে তহবিল সংগ্রহে নেমেছেন মা সুহানা। ফুসফুসে বিরল এবং অত্যন্ত আক্রমণাত্মক স্টেজ IV ক্যান্সার (সারকোমাটয়েড কার্সিনোমা) ধরা পড়েছে। সুহানা জানান, এ এক কঠিন লড়া
অভিরূপ


কলকাতা, ১৯ ডিসেম্বর (হি স): পূর্ব যাদবপুর সন্তোষপুরের গুরুতর অসুস্থ অভিরূপ বক্সীকে বাঁচাতে তহবিল সংগ্রহে নেমেছেন মা সুহানা। ফুসফুসে বিরল এবং অত্যন্ত আক্রমণাত্মক স্টেজ IV ক্যান্সার (সারকোমাটয়েড কার্সিনোমা) ধরা পড়েছে।

সুহানা জানান, এ এক কঠিন লড়াই। ক্যান্সার দেরিতে ধরা পড়েছিল। নভেম্বরের শুরুতে যখন আমরা প্রথম এটি সম্পর্কে জানতে পারি, তখনই এটি স্টেজ IV-এ ছিল। তারপর থেকে, তার অবস্থার ভয়াবহ অবনতি ঘটে। থোরাকোস্কোপি এবং সম্পর্কিত পদ্ধতি সহ তাঁর প্রাথমিক চিকিৎসা কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শুরু হয়।

বায়োপসিতে নিশ্চিত হয় এবং তাঁর অবস্থার অবনতি হয়। আরও উন্নত চিকিৎসার জন্য ৮ ডিসেম্বর তাকে জরুরি ভিত্তিতে টাটা মেডিকেল সেন্টারে স্থানান্তর করতে হয়। ব্যাপক টিউমার ছড়িয়ে পড়ে। তাঁর ডান ফুসফুস ভেঙে গিয়েছে। ফলে তীব্র শ্বাসকষ্ট হচ্ছে।

ক্যান্সার বাম ফুসফুসে ছড়িয়ে পড়ছে। তাঁর শ্বাস নেওয়ার ক্ষমতা আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি ক্রমাগত বুকে ব্যথা এবং চরম দুর্বলতায় ভুগছেন। অভিরূপ ইতিমধ্যেই প্রাথমিক কেমোথেরাপির দুটি ডোজ পেয়েছেন। এখন পরবর্তী চক্রের আগে প্রতিক্রিয়া মূল্যায়নের জন্য অপেক্ষা করছেন। তাঁর বুকের প্রধান শিরাগুলির চারপাশে টিউমার তৈরি হয়েছে। এগুলো ভেতরের এবং বাইরে থেকে সেগুলো সংকুচিত করে কাছাকাছি ধমনীর দিকে ছড়িয়ে পড়ছে। ডাক্তাররা এখন তাঁকে বাঁচানোর চেষ্টায় উচ্চ-ঝুঁকিপূর্ণ ‘ভাস্কুলার স্টেন্টিং’ করার কথা বিবেচনা করছেন। কিন্তু তার অবস্থা এখনও অস্থির এবং অপ্রত্যাশিত।

এই মুহূর্তে তাঁর দীর্ঘস্থায়ী আইসিইউ পরিষেবা, ক্রমাগত পর্যবেক্ষণ এবং জরুরি হস্তক্ষেপের প্রয়োজন হতে পারে। চিকিৎসকরা আমাদের সতর্ক করে জানিয়েছেন হঠাৎ হৃদরোগ, একাধিক অঙ্গ ব্যর্থতা এবং চিকিৎসায় অল্প সময়ের জন্য বিলম্ব হলে প্রাণহানির প্রকৃত ঝুঁকি রয়েছে।

চিকিৎসার খরচ—জরুরি কেমোথেরাপি, দীর্ঘ আইসিইউ থাকা, হাসপাতালে ভর্তি, বারবার স্ক্যান এবং পরীক্ষা, ওষুধ, উচ্চ-ঝুঁকিপূর্ণ পদ্ধতি এবং সার্বক্ষণিক চিকিৎসা—অত্যন্ত বেশি। আমাদের চিকিৎসা বীমা এবং ব্যক্তিগত সঞ্চয় প্রায় শেষ হয়ে গেছে। আমার যা কিছু অবশিষ্ট আছে তা নিয়ে আমি তার পাশে লড়াই করছি। এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদের সাহায্য করুন। প্রতিটি অবদান এবং প্রতিটি শেয়ার সত্যিই গুরুত্বপূর্ণ।”

পরিবারের তরফে ইউপিআইয়ে

karmakarjolly@okicici-তে দানের অনুরোধ করা হয়েছে। ওর চিকিৎসায় দরকার ২৫ লক্ষ টাকা। ১৯ ডিসেম্বর বেলা ১২টা পর্যন্ত ইউপিআইয়ে এসেছে ২ লক্ষ ৪৪ হাজার ৭৩ টাকা। এ ব্যাপারে আগ্রহীদের 8697131886 নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

দীর্ঘদিনের স্থানীয় সমাজকর্মী পার্থপ্রতিম রায় (৯৮৩০০৫৩৪৮৩) এই প্রতিবেদককে বলেন, “সাউথ পার্কের এই পরিবার দীর্ঘদিন বসবাস করেন। অভিরূপের বাবা, টিভি মেকানিক, স্বল্প উপার্জন। অভিরূপের বয়স ২৮। অটোমোবাইলের উপর বি টেক করেছে। কয়েক মাস হল দক্ষিণ ভারতের একটা সংস্থায় প্রশিক্ষণে আছে। সম্প্রতি বিয়ের রেজিস্ট্রেশন করেছে। হঠাৎ করে এইরকম একটা দূরারোগ্য অসুখে আক্রান্তের কথা জেনে আমরা সবাই স্তম্ভিত। ভাবছি, ওদের পরিবারকে কীভাবে সাহায্য করা সম্ভব”।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande