পুলিশ আধিকারিকের পুত্রবধূ খুনে বারাসাতে ফের উত্তেজনা, শ্বশুর-শাশুড়ি পলাতক
বারাসাত, ১৯ ডিসেম্বর ( হি. স.)-পুলিশ আধিকারিকের পুত্রবধূ খুনের ঘটনায় শুক্রবার বিকেলে ফের উত্তেজনা ছড়াল বারাসাতে। অভিযোগ, শ্বশুরবাড়ির দাবি অনুযায়ী পনেরো লক্ষ টাকা দিতে না পারায় সুনিতা সরকার দত্তকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন খুন করেছে। ঘটনার ২৪ ঘণ্
সুবিচারের আশায় বিক্ষোভ


বারাসাত, ১৯ ডিসেম্বর ( হি. স.)-পুলিশ আধিকারিকের পুত্রবধূ খুনের ঘটনায় শুক্রবার বিকেলে ফের উত্তেজনা ছড়াল বারাসাতে। অভিযোগ, শ্বশুরবাড়ির দাবি অনুযায়ী পনেরো লক্ষ টাকা দিতে না পারায় সুনিতা সরকার দত্তকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন খুন করেছে। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্ত শ্বশুর ও শাশুড়ি এখনও অধরা থাকায় ক্ষোভে ফেটে পড়ে মৃত গৃহবধূর পরিবার ও স্থানীয় বাসিন্দারা।এদিন বিকেলে উত্তেজিত জনতা দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে অভিযুক্ত শ্বশুরবাড়িতে চড়াও হয়। বিক্ষোভকারীরা শ্বশুরবাড়িতে ইট-পাটকেল ছোড়ে বলে অভিযোগ। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় বাসিন্দারা বারাসাত থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। শ্বশুরবাড়ি থেকে থানায় আসার পথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়িও বিক্ষোভকারীরা আটকে দেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।পরিস্থিতি সামাল দিতে বারাসাত থানার ভারপ্রাপ্ত আধিকারিক ঘটনাস্থলে পৌঁছন। পরে নিহত গৃহবধূর বাবা থানায় এসে মেয়ের খুনিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একটি লিখিত অভিযোগ জমা দেন। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ও বিক্ষোভ প্রত্যাহার করা হয়।উল্লেখ্য, এফআইআর দায়েরের পরেই গৃহবধূর স্বামী সৌম্য দত্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে শ্বশুর ও শাশুড়ি এখনও পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande