
জলপাইগুড়ি, ১৯ ডিসেম্বর (হি.স.) : জলপাইগুড়ির তুফানগঞ্জের আকাশে এক রহস্যময় আলো দেখা যাওয়ায় গোটা জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করেই রাতের আকাশ চিরে এগিয়ে আসে এক উজ্জ্বল উল্কা পিন্ড। নিমেষের মধ্যেই শহরের আলোকে হার মানিয়ে দেয় তার দীপ্তি। জানা গিয়েছে এদিন আচমকাই অন্ধকার রাতের আকাশে জ্বলন্ত আগুনের রেখার মতো একটি আলোর বলকে দ্রুত গতিতে ছুটে যেতে দেখা যায়। তবে শুধু এই এলাকাই নয়, উত্তরবঙ্গের আরও বেশ কিছু এলাকা থেকেই এই উল্কা দর্শনের খবর মিলেছে।
অপরদিকে এমন ঘটনার মধ্যেই এদিন বিস্ফোরণের মতো শব্দে আতঙ্ক ছড়ানোর খবর মিলেছে তুফানগঞ্জ ১ ব্লকের নাটাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েত কুমোরপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এলাকার বাসিন্দা পরেশ রায় নামে এক কৃষকের বাড়ি এদিন আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জখম হওয়ার কোনও খবর মেলেনি। এদিকে আতঙ্ক ছড়াতেই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্থানীয় প্রধান বাবলি মন্ডল অধিকারী। তিনি বলেন, ‘দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রাই হাত লাগান। কিছুক্ষণের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে।’ তবে ঠিক কী কারণে আগুন লাগল তার স্পষ্ট ব্যাখ্যা করতে পারেননি প্রধান বা স্থানীয় বাসিন্দারা।
হিন্দুস্থান সমাচার / সোনালি