
হুগলি, ১৯ ডিসেম্বর (হি.স.): ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর কাজ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীরা। সাতসকালেই কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। উত্তেজনা ছড়াল হুগলির গোঘাটে। অভিযোগ, গোঘাট ১ ব্লকের ভাদুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাঘারবার্ড প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে স্কুলের শৌচালয়। হাতের ঠেলাতেই ভেঙে পড়ে কংক্রিটের পিলার। এমনকি হাত দিতেই উঠে যাচ্ছে কংক্রিটের ঢালাই সামগ্রী। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ছোট ছোট বাচ্চারা স্কুলে পড়ে। এইভাবে কাজ হলে যেকোনও সময় তাদের ওপর দেওয়াল চাপা পড়তে পারে। সঠিকভাবে কাজ না হওয়ায় গ্রামবাসীরা সকালেই এলাকায় গিয়ে কাজ বন্ধ করে দেন। ঘটনার খবর পেয়ে পরিদর্শনে যান ভাদুর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ