নোয়াই নদী সংস্কারের দাবিতে পথে নামল স্বেচ্ছাসেবী সংগঠন ও পড়ুয়ারা
ব্যারাকপুর, ১৯ ডিসেম্বর ( হি. স.) : উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর এক ও দুই নম্বর ব্লক জুড়ে প্রবাহিত নোয়াই নদী সংস্কারের দাবিতে শুক্রবার পথে নামল একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্কুল-কলেজের পড়ুয়ারা। “নোয়াই নদী বাঁচাও” শীর্ষক একটি আলোচনা সভার আ
নদী সংরক্ষন


ব্যারাকপুর, ১৯ ডিসেম্বর ( হি. স.) : উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর এক ও দুই নম্বর ব্লক জুড়ে প্রবাহিত নোয়াই নদী সংস্কারের দাবিতে শুক্রবার পথে নামল একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্কুল-কলেজের পড়ুয়ারা। “নোয়াই নদী বাঁচাও” শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয় নীলগঞ্জ বর্তি বিল সংলগ্ন এলাকায়। তার আগে কয়েকশো মানুষ একটি পদযাত্রায় অংশ নেন এবং নদী সংস্কারের দাবিতে সোচ্চার হন।আলোচনা সভায় অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে নোয়াই নদী পলি জমে কার্যত মজে গিয়েছে। এর ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং নদী তীরবর্তী বিস্তীর্ণ কৃষিজমি জলসেচের অভাবে সমস্যায় পড়ছে। বক্তারা দাবি করেন, দ্রুত নোয়াই নদীর সংস্কার ও দুই তীরবর্তী এলাকায় পরিকল্পিত জলসেচ পরিষেবা চালু করা প্রয়োজন।নদী বিশেষজ্ঞদের মতে, শতাব্দী প্রাচীন এই নদীটি পুনরায় সংস্কার করা হলে শুধু কৃষিক্ষেত্রেই নয়, পর্যটনের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার খুলবে। এতে এলাকার আর্থিক উন্নতির পাশাপাশি কর্মসংস্থান বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এছাড়া নদীর স্বাভাবিক প্রবাহ ফিরলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে এবং পরিবেশগত উন্নতিও সম্ভব হবে।বিক্ষোভকারীরা রাজ্য সরকারের কাছে দ্রুত নোয়াই নদী সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, এখনই উদ্যোগ না নেওয়া হলে ভবিষ্যতে নদীটি সম্পূর্ণভাবে অস্তিত্ব হারাতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande