
কলকাতা, ১৯ ডিসেম্বর (হি. স.) : দ্য আর্ট মেলা - ২০২৫ এর সূচনা হল। ভাস্কর্য ও শিল্প কর্মের মেলবন্ধন। এই নিয়েই দ্য লেক ক্লাবের উদ্যোগে চিত্র প্রদর্শনী দু'দিনের আর্ট মেলা রবীন্দ্র সরোবরে লেক ক্লাব প্রাঙ্গণেই হবে। উল্লেখ্য, এই বছর মেলার চতুর্থ সংস্করণ। শুক্রবার সন্ধ্যায় অনাড়ম্বর এক অনুষ্ঠানে এই মেলার সূচনা পর্বে চিত্রশিল্পী যোগেন চৌধুরী, সমীর আইচ, সুব্রত গঙ্গোপাধ্যায়, বিমল কুন্ডু, অভিনেতা ও বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। বিশিষ্ট নৃত্য শিল্পী অলকানন্দা রায় উদ্বোধনী পর্বে এই মেলার শ্রীবৃদ্ধি কামনা করেন। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রাবন্তী ভট্টাচার্য এদিন সূচনা পর্বে সঙ্গীত পরিবেশন করেছেন। আয়োজকদের তরফেও সুমিতাভ রায়চৌধুরি দ্য লেক ক্লাব প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন । তিনি আরও বলেন, - ১৬ টি স্টল অংশগ্রহণ করেছে - আমরা নয় ছয়, আর্টিস্টিক, বেঙ্গল আর্ট স্ট্রোক, ক্যালকাটা পেইন্টার্স, ইঙ্ক স্টুডিও, ক্যানভাস আর্টিস্ট সার্কেল, ওপেন উইন্ডো, পেইন্টার্স ৮০, ললিত কলা আকাদেমি, স্টুডিও ক্যালিয়ক্স কলকাতা, পেইন্টার্স অর্কেস্ট্রা, সন্দীপ পাল আ্যন্ড আ্যসোসিয়েশন, দ্য লেক ক্লাব আর্টিস্ট গ্রুপ, সোসাইটি অফ কন্টেম্পোরারি আর্টিস্ট, তন্দ্রা গ্লাস আর্ট, থার্ড আই ও গ্রাফাইট।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত