
সিরসা, ১৯ ডিসেম্বর (হি.স.) : হরিয়ানার সিরসা জেলার ডাবওয়ালি মহকুমার রামপুরা বিসনোইয়ান গ্রামে চার বছরের এক শিশুকন্যাকে অপহরণ ও হত্যার ঘটনায় প্রশাসনের আশ্বাসের পর শুক্রবার শিশুটির শেষকৃত্য সম্পন্ন হয়।
বিগত তিন দিন আগে শিশুটিকে অপহরণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয়কে পুলিশ গ্রেফতার করলেও ন্যায়বিচারের দাবিতে গ্রামবাসী ও বিভিন্ন সংগঠন আন্দোলন শুরু করে। শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কঠোর আইনি পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি প্রশাসনের তরফে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, শিশুটির স্মৃতিতে স্মারক নির্মাণ এবং পরিবারের জন্য আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়।
এই আশ্বাসের পর আন্দোলন প্রত্যাহার করা হলে শিশুকন্যার শেষকৃত্য সম্পন্ন হয়।
এদিকে, সিরসার সাংসদ কুমারী সেলজা ঘটনাটিকে আইন-শৃঙ্খলার গুরুতর ব্যর্থতা বলে উল্লেখ করে বলেন, চার বছরের শিশুর অপহরণ ও হত্যা সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়। তিনি দোষীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য