
ফতেহপুর, ১৯ ডিসেম্বর (হি. স.): উত্তর প্রদেশের ফতেহপুর জেলায় তীব্র শীতের কারণে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পুলিশ জাতীয় সড়কের ধারে ওই বৃদ্ধের নিথর দেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, রানীপুর ওভারব্রিজ সংলগ্ন জাতীয় সড়কের পাশে ওই বৃদ্ধ প্রবল শীতে আগুন পোহাচ্ছিলেন। কিন্তু প্রবল শীতে তাঁর মৃত্যু হয় বলে অনুমান।
ঘটনার খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করে, তবে এখনও পর্যন্ত তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য