
কলকাতা, ১৯ ডিসেম্বর (হি.স.): যুবভারতী ক্রীড়াঙ্গনে হাঙ্গামার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও তিন জনকে গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, সিসিটিভি ক্যামেরা এবং সমাজমাধ্যমের বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিতকরণের কাজ চলছে। সেই সূত্রে আগেই পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছিল। এর পরে বৃহস্পতিবার রাতে লেক টাউন এবং ঘোলা থানা এলাকা থেকে আরও তিন জনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা চলছে বলেও জানা গিয়েছে। সূত্রের খবর, হাঙ্গামার ঘটনাকে ঘিরে চুরি ও লুটের ধারা যুক্ত করতে চাইছেন তদন্তকারীরা।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ