বিলোনিয়া সীমান্তে সেনাবাহিনীর উচ্চপর্যায়ের আধিকারিকদের পরিদর্শন
বিলোনিয়া (ত্রিপুরা), ১৯ ডিসেম্বর (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার মুহুরীচর এলাকা সহ ভারত–বাংলাদেশ সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান শুক্রবার সরজমিনে পরিদর্শন করলেন ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল সহ উচ্চপদস্থ আধিকারিকরা। পরি
সেনা কর্মকর্তার বিলোনিয়া সফর


বিলোনিয়া (ত্রিপুরা), ১৯ ডিসেম্বর (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার মুহুরীচর এলাকা সহ ভারত–বাংলাদেশ সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান শুক্রবার সরজমিনে পরিদর্শন করলেন ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল সহ উচ্চপদস্থ আধিকারিকরা।

পরিদর্শনকালে সেনা কর্তারা বিএসএফ আধিকারিক এবং আরক্ষা প্রশাসনের সাথে সীমান্ত নিরাপত্তা, স্থানীয় পরিস্থিতি এবং নজরদারির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং জেহাদি গোষ্ঠীর ভারত বিরোধী মন্তব্যের জেরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সূত্রের খবর। সীমান্ত এলাকায় সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের লক্ষ্যেই এই পরিদর্শন বলে জানা গেছে। উচ্চপর্যায়ের এই সফরের ফলে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টমহল।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande